হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার-১ থেকে মনোনয়নপত্র তুললেন কল্যাণ পার্টির চেয়ারম্যান ও মহাসচিব

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম ও মহাসচিব আব্দুল আউয়াল মামুন। গতকাল সোমবার কল্যাণ পার্টির দলীয় নেতাদের মাধ্যমে চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। 

বাংলাদেশ কল্যাণ পার্টির এ দুই নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র নিশ্চিত করেছে। এই আসনে এখন পর্যন্ত ছয়জন মনোনয়নপত্র নিয়েছেন। 

চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে কক্সবাজার-১ আসন গঠিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ। এই আসনে বর্তমান সংসদ সদস্য জাফর আলমও মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। 

 এ প্রসঙ্গে চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দীন বলেন, ‘চারটি দলের পাঁচজন ও একজন স্বতন্ত্রসহ মোট ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার মধ্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও মহাসচিব মনোনয়নপত্র তুলেছেন। নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে