হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আজ শনিবার (২৮ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সালেহা বেগম (৪০) নামের এক নারী মারা গেছেন। তিনি দীর্ঘদিন থরে ডায়বেটিস ও হৃদরোগে ভুগছিলেন। সালেহা বেগম চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ৪ জুন চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে সাতজনের।

১৬ জুন প্রথমবারের মতো করোনোভাইরাসে আক্রান্ত হয়ে মীরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা শফিউল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ মারা যাওয়ার তথ্য দেয় সিভিল সার্জন কার্যালয়। পরে চলতি মাসে বিভিন্ন সময় এক কিশোরসহ আরও পাঁচজনের মৃত্যুর তথ্য দেয়। মৃত ওই পাঁচজন হলেন বাকলিয়ার ফজিলাতুন্নেছা (৭১), কর্ণফুলী উপজেলার ইয়াসমিন আক্তার (৪৫), পটিয়া উপজেলার মো. এরশাদ (১৪), নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকার রাবেয়া খাতুন (৯৫) ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের কাজী আবদুল আউয়াল (৮০)।

করোনোভাইরাসের নতুন করে সংক্রমণ শুরুর পর চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে। এ ছাড়া চসিকের পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। চমেক হাসপাতাল কর্তৃপক্ষও ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির