হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আজ শনিবার (২৮ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সালেহা বেগম (৪০) নামের এক নারী মারা গেছেন। তিনি দীর্ঘদিন থরে ডায়বেটিস ও হৃদরোগে ভুগছিলেন। সালেহা বেগম চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ৪ জুন চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে সাতজনের।

১৬ জুন প্রথমবারের মতো করোনোভাইরাসে আক্রান্ত হয়ে মীরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা শফিউল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ মারা যাওয়ার তথ্য দেয় সিভিল সার্জন কার্যালয়। পরে চলতি মাসে বিভিন্ন সময় এক কিশোরসহ আরও পাঁচজনের মৃত্যুর তথ্য দেয়। মৃত ওই পাঁচজন হলেন বাকলিয়ার ফজিলাতুন্নেছা (৭১), কর্ণফুলী উপজেলার ইয়াসমিন আক্তার (৪৫), পটিয়া উপজেলার মো. এরশাদ (১৪), নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকার রাবেয়া খাতুন (৯৫) ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের কাজী আবদুল আউয়াল (৮০)।

করোনোভাইরাসের নতুন করে সংক্রমণ শুরুর পর চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে। এ ছাড়া চসিকের পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। চমেক হাসপাতাল কর্তৃপক্ষও ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির