হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ৬ শিশুশিক্ষার্থীকে ধর্ষণ: মাদ্রাসাশিক্ষককে আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে ছয় মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মো. নাজিম উদ্দিন (৪৫) নামের এক শিক্ষককে আমৃত্যু কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা এই রায় দেন।

দণ্ডিত নাজিম উদ্দিন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ইউনিয়নের বাবুগঞ্জ গ্রামের হাফেজ গোলমুর রহমানের ছেলে। তিনি চট্টগ্রামের পাঁচলাইশের মুরাদপুরে রহমানিয়া তাহফীজুল কোরআন একাডেমির শিক্ষক।

বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিউল মোর্শেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আদালত আসামি নাজিম উদ্দিনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে এই রায় দেন। রায়ের সময় এজলাসে আসামি উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানামূলে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পিপি বলেন, ২০২১ সালের ৪ নভেম্বর ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষ এই মামলায় ১১ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছে। আসামিপক্ষে আসামিসহ দুজন সাফাই সাক্ষ্য দেন। পরে যুক্তিতর্ক শেষে আজ আসামিকে দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল এই রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, আসামি নাজিম উদ্দিনের বিরুদ্ধে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত মাদ্রাসাটির হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে মারধরসহ নানা ভয় দেখিয়ে সেসব শিশুকে আরও একাধিকবার ধর্ষণ করেন নাজিম উদ্দিন। ধর্ষণের শিকার শিক্ষার্থীদের বয়স ছিল ১১ থেকে ১৬ বছরের মধ্যে।

ঘটনাটি জানাজানির পর ২০২১ সালের ৪ মার্চ ভুক্তভোগী শিক্ষার্থীদের একজনের অভিভাবক বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় নাজিম উদ্দিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। ওই মামলায় পরে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আসামি নাজিম উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে মামলার বাদী বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি। মাদ্রাসার ভেতরে ধর্ষণের ঘটনার বিষয়ে আমরা কেউই জানতাম না। আমার ছোট ভাইও একজন ভিকটিম ছিল। কিন্তু সে এই ঘটনার বিষয়ে কিছু বলত না।

ওই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে বেরিয়ে আসা এক শিক্ষার্থীর কাছ থেকে আমরা বিষয়টি জানতে পারি। পরে আমিসহ অন্য ভিকটিমদের অভিভাবক সবাই মিলে মাদ্রাসার ওই শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা করি।’

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা