হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিহত ২ ফায়ার সার্ভিস কর্মী রাঙামাটির বাসিন্দা

রাঙামাটি প্রতিনিধি

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭ ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে ২ জনের বাড়ি রাঙামাটি শহরে। তাঁরা ফায়ার সার্ভিসের টিম লিডার ছিলেন।

নিহতরা হলেন, পশ্চিম ট্রাইবেল আদামের মিতু দেওয়ান এবং কলেজগেট মন্ত্রীপাড়ার নিপন চাকমা। তাঁদের মধ্যে মিতুর কর্মস্থল ছিল সীতাকুণ্ডে এবং নিপনের কর্মস্থল ছিল কুমিরায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহতরা গতকাল শনিবার রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে যান। এ সময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলে নিহত হন তাঁরা।

মিতু দেওয়ানের ভাই টিটু দেওয়ান বলেন, ছবি দেখে আমরা নিশ্চিত হয়েছি মিতু মারা গেছেন। তাঁর মরদেহ রাঙামাটিতে আনার প্রক্রিয়া চলছে।

টিটু দেওয়ান আরও বলেন, ১৯৯৩ সালে প্রথম ফায়ার সার্ভিসে যোগদান করেন মিতু। সম্প্রতি আমার ভাই পদোন্নতি পেয়ে সীতাকুণ্ডে যোগদান করেন।

অপরদিকে, নিপনের ছোট ভাই খোকন বলেন, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিহতদের নামের তালিকায় আমার ভাইয়ের নাম আছে। কিন্তু আমরা মরদেহ শনাক্ত করতে পারছি না।

নিপনের সহকর্মী লিটন চাকমা বলেন, নিপন পদোন্নতি পেয়ে কুমিরা ফায়ার স্টেশনে যোগ দেন। গতকাল অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির