হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিহত ২ ফায়ার সার্ভিস কর্মী রাঙামাটির বাসিন্দা

রাঙামাটি প্রতিনিধি

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭ ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে ২ জনের বাড়ি রাঙামাটি শহরে। তাঁরা ফায়ার সার্ভিসের টিম লিডার ছিলেন।

নিহতরা হলেন, পশ্চিম ট্রাইবেল আদামের মিতু দেওয়ান এবং কলেজগেট মন্ত্রীপাড়ার নিপন চাকমা। তাঁদের মধ্যে মিতুর কর্মস্থল ছিল সীতাকুণ্ডে এবং নিপনের কর্মস্থল ছিল কুমিরায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহতরা গতকাল শনিবার রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে যান। এ সময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলে নিহত হন তাঁরা।

মিতু দেওয়ানের ভাই টিটু দেওয়ান বলেন, ছবি দেখে আমরা নিশ্চিত হয়েছি মিতু মারা গেছেন। তাঁর মরদেহ রাঙামাটিতে আনার প্রক্রিয়া চলছে।

টিটু দেওয়ান আরও বলেন, ১৯৯৩ সালে প্রথম ফায়ার সার্ভিসে যোগদান করেন মিতু। সম্প্রতি আমার ভাই পদোন্নতি পেয়ে সীতাকুণ্ডে যোগদান করেন।

অপরদিকে, নিপনের ছোট ভাই খোকন বলেন, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিহতদের নামের তালিকায় আমার ভাইয়ের নাম আছে। কিন্তু আমরা মরদেহ শনাক্ত করতে পারছি না।

নিপনের সহকর্মী লিটন চাকমা বলেন, নিপন পদোন্নতি পেয়ে কুমিরা ফায়ার স্টেশনে যোগ দেন। গতকাল অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত