হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিহত ২ ফায়ার সার্ভিস কর্মী রাঙামাটির বাসিন্দা

রাঙামাটি প্রতিনিধি

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭ ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে ২ জনের বাড়ি রাঙামাটি শহরে। তাঁরা ফায়ার সার্ভিসের টিম লিডার ছিলেন।

নিহতরা হলেন, পশ্চিম ট্রাইবেল আদামের মিতু দেওয়ান এবং কলেজগেট মন্ত্রীপাড়ার নিপন চাকমা। তাঁদের মধ্যে মিতুর কর্মস্থল ছিল সীতাকুণ্ডে এবং নিপনের কর্মস্থল ছিল কুমিরায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহতরা গতকাল শনিবার রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে যান। এ সময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলে নিহত হন তাঁরা।

মিতু দেওয়ানের ভাই টিটু দেওয়ান বলেন, ছবি দেখে আমরা নিশ্চিত হয়েছি মিতু মারা গেছেন। তাঁর মরদেহ রাঙামাটিতে আনার প্রক্রিয়া চলছে।

টিটু দেওয়ান আরও বলেন, ১৯৯৩ সালে প্রথম ফায়ার সার্ভিসে যোগদান করেন মিতু। সম্প্রতি আমার ভাই পদোন্নতি পেয়ে সীতাকুণ্ডে যোগদান করেন।

অপরদিকে, নিপনের ছোট ভাই খোকন বলেন, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিহতদের নামের তালিকায় আমার ভাইয়ের নাম আছে। কিন্তু আমরা মরদেহ শনাক্ত করতে পারছি না।

নিপনের সহকর্মী লিটন চাকমা বলেন, নিপন পদোন্নতি পেয়ে কুমিরা ফায়ার স্টেশনে যোগ দেন। গতকাল অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। 

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির