হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য হাঁড়িভাঙা আম পাঠালেন প্রধানমন্ত্রী

প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য ভিআইপি উপহার হিসেবে বাংলাদেশের হাঁড়িভাঙা আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে অভিমত স্থানীয় ব্যবসায়ীদের। আজ সোমবার দুপুর ১২টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ৩০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে ৩০ কার্টনবোঝাই ৩০০ কেজি হাঁড়িভাঙা আম ভারতের প্রতিনিধিদের হাতে তুলে দেয় বাংলাদেশ কর্তৃপক্ষ।

এ সময় আগরতলার বাংলাদেশ দূতাবাসের সহকারী হাইকমিশনার মো. যোবায়েদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠিয়েছেন। এতে ভারত-বাংলাদেশ দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কও আরও দৃঢ় হবে।

আম হস্তান্তরের সময় আগরতলার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. আসাদুজ্জামান, আখাউড়া স্থলবন্দরের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ত্রিপুরা স্থলবন্দরের কর্মকর্তা নন্দী বাবু, স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. আলী, স্থলবন্দর বিওপির বিজিবির কর্মকর্তা সুবেদার আব্দুর রহমান, ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদসহ সীমান্তের শূন্যরেখায় দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির