হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগতিতে দুই মেয়েসহ মা নিখোঁজ

প্রতিনিধি, রামগতি (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগতিতে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ মা এবং তাঁর দুই মেয়ে। বড় মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে মা এবং মেয়ে কেউ আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় মেয়ের বাবা মো. হেলাল গত বৃহস্পতিবার রাতে রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 

হেলাল বলেন, গত বৃহস্পতিবার সকালে উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়ামত গ্রামের নিজ বাড়ি থেকে রামদয়াল বাজার আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমির উদ্দেশ্যে যাওয়ার পথে নিখোঁজ হন তাঁর স্ত্রী মারজাহান (২৭), বড় মেয়ে সুরাইয়া জাহান সামিয়া (৮) ছোট মেয়ে বিবি ফাতেমা (৪)। 

তিনি জানান, বড় মেয়ে সুরাইয়া জাহান সামিয়া দ্বিতীয় শ্রেণির পরীক্ষার্থী ছিল। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সামিয়াকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য তার মা মারজাহান বাড়ি থেকে বের হয়। ওই সময় ছোট মেয়ে বিবি ফাতেমাকেও তাঁর সঙ্গে নেন। সকাল দশটায় স্কুল থেকে শিক্ষিকা শিলা আক্তার মোবাইল ফোনে সামিয়া পরীক্ষা কেন্দ্রে না পৌঁছার কথা জানালে হেলাল তাদের খুঁজতে বের হন। কিন্তু স্ত্রী এবং দুই মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন হেলাল। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজের খবরটি সব জায়গায় দেওয়া হয়েছে। নিখোঁজদের খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু