হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগতিতে দুর্গম চরের স্বাস্থ্যসেবা দিতে চালু হলো ওয়াটার অ্যাম্বুলেন্স

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্লাহসহ চরাঞ্চলের বিভিন্ন অধিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বপ্নযাত্রা নামের ওয়াটার অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

এদিন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, অ্যাম্বুলেন্সটি দ্বীপ চরবাসীর স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা রাখবে এবং প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযানের কাজ করতে পারবে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (UGDP) মাধ্যমে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে রামগতি উপজেলা প্রকৌশলীর দপ্তর ওয়াটার অ্যাম্বুলেন্সটি কিনে রামগতির চর আব্দুল্লাহসহ বিভিন্ন চরাঞ্চলের সাধারণ মানুষের জন্য বরাদ্দ করেছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদের সামনে বেড়িবাঁধের ওপর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তনু চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান, বড়খেড়ি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহম্মদ, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চেয়ারম্যান ও স্বাস্থ্যকর্মীরা।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু