হোম > সারা দেশ > চট্টগ্রাম

একই স্থানে দুই চেয়ারম্যান প্রার্থীর সমাবেশ, প্রশাসনের ১৪৪ ধারা জারি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই স্থানে সমাবেশে আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন এ আদেশ জারি করেন। 

আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, সোমবার বিকেলে বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করেন আ. লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) আরিফুল আলম চৌধুরী রাজু। একই সময়ে একই বিদ্যালয় মাঠের পাশে সমাবেশের আয়োজন করেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। 

আ. লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আরিফুল আলম চৌধুরী জানান, বিদ্যালয় মাঠে সমাবেশ করার জন্য তিনি তিন দিন আগে থানা ও উপজেলা প্রশাসনের অনুমতি নেন। প্রতিপক্ষ সভাকে পণ্ড করতে তাঁর সমাবেশস্থলের পাশে সমাবেশের আয়োজন করেন। 

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শওকত আলী জাহাঙ্গীর জানান, বাঁশবাড়িয়া স্কুল মাঠের পাশে থাকা তাঁর একটি নির্বাচনী ক্যাম্প রোববার রাতে বিদ্রোহী প্রার্থীর কর্মী ও সমর্থকেরা পুড়িয়ে দেয়। এর প্রতিবাদে তিনি সেখানে সমাবেশ ডাকেন। তবে প্রশাসনের বাঁধায় তিনি সেখানে সমাবেশ করতে পারছেন না। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন জানান, একই স্থানে দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সমাবেশ হলে যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। এলাকার শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেখানে তিনি সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি করেন। 

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা