হোম > সারা দেশ > চট্টগ্রাম

একই স্থানে দুই চেয়ারম্যান প্রার্থীর সমাবেশ, প্রশাসনের ১৪৪ ধারা জারি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই স্থানে সমাবেশে আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন এ আদেশ জারি করেন। 

আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, সোমবার বিকেলে বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করেন আ. লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) আরিফুল আলম চৌধুরী রাজু। একই সময়ে একই বিদ্যালয় মাঠের পাশে সমাবেশের আয়োজন করেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। 

আ. লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আরিফুল আলম চৌধুরী জানান, বিদ্যালয় মাঠে সমাবেশ করার জন্য তিনি তিন দিন আগে থানা ও উপজেলা প্রশাসনের অনুমতি নেন। প্রতিপক্ষ সভাকে পণ্ড করতে তাঁর সমাবেশস্থলের পাশে সমাবেশের আয়োজন করেন। 

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শওকত আলী জাহাঙ্গীর জানান, বাঁশবাড়িয়া স্কুল মাঠের পাশে থাকা তাঁর একটি নির্বাচনী ক্যাম্প রোববার রাতে বিদ্রোহী প্রার্থীর কর্মী ও সমর্থকেরা পুড়িয়ে দেয়। এর প্রতিবাদে তিনি সেখানে সমাবেশ ডাকেন। তবে প্রশাসনের বাঁধায় তিনি সেখানে সমাবেশ করতে পারছেন না। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন জানান, একই স্থানে দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সমাবেশ হলে যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। এলাকার শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেখানে তিনি সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি করেন। 

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির