হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় আহত প্রবাসীর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন মো. ইউসুফ আলী (৪৫) নামের এক প্রবাসী। ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন তিনি। আজ শনিবার সকাল সাড়ে ৬টায় নগরীর পার্ক ভিউ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন তিনি। ১১ দিন ধরে হাসপাতালে অচেতনতা অবস্থায় ছিলেন তিনি।

এই ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি রাতে প্রবাসী ইউসুফ আলীর স্ত্রী শাহিনুর আকতার বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪ / ৫ জনকে আসামি করা হয়েছে।

পরে একইদিন রাতে অভিযান চালিয়ে ১ নম্বর রাজানগর ইউনিয়নের বগাবিলী গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. মামুন (৩২) ও মৃত তোফায়েল আহমদের ছেলে আবু বক্করসহ (৪৮) মামলার এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিনদুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ইউসুফ আলী উপজেলার ১ নম্বর রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বগাবিলী গ্রামের আবদুল হাকিমের ছেলে, স্থানীয় ইউপি সদস্য এবং রাজানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তৈয়বের বড় ভাই।

হামলার বিষয়ে ইউপি সদস্য আবু তৈয়ব বলেন, ‘গেল নির্বাচনে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী আজগর। নির্বাচনের পর আজগরের নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী দল আমার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে এই বিষয়ে থানায় মামলা দায়ের করি। এবার তাঁদের হামলায় গুরুতর আহত হয়ে মারা গেছেন আমার বড় ভাই ইউসুফ। তিনি মাত্র কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে এসেছিলেন।’

এদিকে গত ৯ ফেব্রুয়ারি নগরীর পার্ক ভিউ হাসপাতালে গিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ইউসুফ আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, ‘মামলার পর এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড