হোম > সারা দেশ > চাঁদপুর

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ফরিদগঞ্জের যুবক নিহত

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

মো. মমিন হোসেন। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে মো. মমিন হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। স্থানীয় সময় গত শনিবার রাতে জোহানেসবার্গ শহরের একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার সকালে মমিন হোসেনের বাড়িতে তাঁর মৃত্যুর সংবাদ পৌঁছায়। তিনি ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের জমাদ্দার বাড়ির মৃত শাহাদাত উল্যা ও রোকেয়া বেগম দম্পতির ছেলে।

মৃতের পরিবারের বরাতে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সুমন জানান, মমিন হোসেন জীবিকার তাগিদে ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। ভালোই চলছিল তাঁদের পরিবার। ঘটনার দিন শনিবার রাতে জোহানেসবার্গের এলডোরাডো পার্কসংলগ্ন একটি মসজিদের সামনে মমিনসহ কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। এ সময় সাদা রঙের একটি গাড়িতে দুর্বৃত্তরা এসে তাঁদের এলোপাতাড়ি গুলি করে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মমিন হোসেন মারা যান। ওই ঘটনায় মমিন ছাড়া আরও দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় ফরিদগঞ্জের এক যুবক গুলিতে নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। বিষয়টি দুঃখজনক। তাঁর মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট