চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা মালবাহী লরির পেছনে মাইক্রোবাসের ধাক্কায় মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে নুরুল আবছার (৩৫) নামে এক মাইক্রোচালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ইউনিয়নের কেএসআরএম কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও ছয়জন যাত্রী।
দুর্ঘটনায় নিহত নুরুল আবছার কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার মিয়াজীপাড়া এলাকার শাহ আলমের পুত্র।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাস মহাসড়কের কেএসআরএম কারখানা অতিক্রমকালে কারখানার সামনে দাঁড়িয়ে থাকা মালবাহী লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক আবছারের মৃত্যু হয়। গুরুতর আহত হন মাইক্রোবাসের থাকা ছয়জন যাত্রী। দুর্ঘটনার পর আহত যাত্রীদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।