হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজনৈতিক ছত্রছায়ায় কয়েকটি কিশোর গ্যাং এখনো সক্রিয়

নাজমুল হাসান, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড নগরের প্রবেশমুখ। ৬.৪১ বর্গকিলোমিটার আয়তনের এই ওয়ার্ডে প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। জনবহুল এ এলাকা পাহাড় দখলের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। মাদক বেচাকেনার জন্য বিভিন্ন এলাকা থেকে এখানে আসে এর সঙ্গে সংশ্লিষ্টরা। কয়েকটি কিশোর গ্যাংও এখানে সক্রিয়। এ ছাড়া গড়ে ওঠা বস্তিগুলোয় নেই পর্যাপ্ত নাগরিক সুবিধা।

সরেজমিনে উত্তর পাহাড়তলীতে দেখা গেছে, শাপলা, বেলতলী ঘোনা, নাছিয়া ঘোনা, ফয়’স লেক, জয়ন্তিকা ও আকবর শাহ এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র পাহাড় দখল করে আছে দীর্ঘদিন। তবে চলতি বছরের ২৮ মামলার আসামি পাহাড়খেকো নুরে আলম প্রকাশ নুরু গ্রেপ্তার হওয়ার পর পাহাড় কাটা কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। তাঁর দখল করা একটি পাহাড়ে করা হয়েছে পুলিশ ক্যাম্প।

এদিকে আকবর শাহ এলাকায় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। ২০১৯ সালে বিশ্বকলোনি এলাকার এন-ব্লকে মো. মহসিন নামে যুবলীগের এক কর্মীকে পিটিয়ে জখম করার ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। এ ঘটনার সঙ্গে যুক্তদের গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় চিরুনি অভিযান চালায় পুলিশ। তবে এলাকাবাসীর দাবি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। সন্ধ্যার পর এসব উঠতি সন্ত্রাসীর নানামুখী কর্মকাণ্ডে অতিষ্ঠ সাধারণ মানুষ।

৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিম বলেন, ‘নির্বাচিত হওয়ার পর পুরো আকবর শাহকে আধুনিক সব সুযোগ-সুবিধার আওতায় নিয়ে এসেছি। সর্বশেষ গত পাঁচ বছরে ১৪২ কোটি টাকার কাজ করেছি। নতুন করে ৭৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। কিছু এলাকায় এখনো শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করা যায়নি এটা সত্য।’

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আকবর শাহ এলাকা নিয়ে প্রচলিত ধারণার সঙ্গে বর্তমান বাস্তবতা ভিন্ন। এখানে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেছি।’ 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল