হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সিসিটিভি দেখে লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ, নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামে, কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় ও কসবা পৌর এলাকার শাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার খাদলা গ্রামের নুরুজ্জামানের স্ত্রী আয়েশা বেগম (২৬), পৌর এলাকার শাহপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. সাত্তার মিয়া (২৮) ও সেলিম মিয়া (৩২)। 

কসবা থানার পুলিশ বলছে, আয়েশা বেগমের গোয়ালঘর থেকে ২৭ কেজি গাঁজা, একটি ওয়ালটন সিসিটিভি মনিটর ও চারটি সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়েছে এবং সৈয়দাবাদ এলাকার মহাসড়ক থেকে একটি পরিত্যক্ত প্রাইভেট কারসহ ১০ কেজি গাঁজা এবং শাহপুর থেকে ৩২ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজা, চারটি সিসিটিভি ক্যামেরা ও একটি মনিটর জব্দ করা হয়। মাদক পাচারে ব্যবহৃত দুটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। মাদক কারবারি আয়েশা বেগম সিসিটিভি মনিটর দ্বারা অপরিচিত লোকজনের আসা-যাওয়া পর্যবেক্ষণ করে মাদক কারবার পরিচালনা করতেন। আটককৃতদের মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী