হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় গাছের গুঁড়ি ফেলে সড়কে ব্যারিকেড, ট্রাক ও মোটরসাইকেলে আগুন 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয় দুর্বৃত্তরা। পরে ব্যারিকেডে আটকে পড়া দুটি পাথর বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এরপর সড়ক থেকে গুঁড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া এলাকার চৌধুরী গোট্টা স্টেশনে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগে ট্রাকের আগুন নেভানো হয়। পরে সড়ক থেকে গাছের গুঁড়ি কেটে সরিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্তী বলেন, এই ঘটনায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাটে মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়