চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয় দুর্বৃত্তরা। পরে ব্যারিকেডে আটকে পড়া দুটি পাথর বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এরপর সড়ক থেকে গুঁড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া এলাকার চৌধুরী গোট্টা স্টেশনে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগে ট্রাকের আগুন নেভানো হয়। পরে সড়ক থেকে গাছের গুঁড়ি কেটে সরিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
এর আগে, গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাটে মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।