শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ছাদে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ফটক আটকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রেন ক্যান্টেনমেন্ট স্টেশন অতিক্রম করার কিছু পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শাটল ট্রেন ক্যানটেনমেন্ট স্টেশন অতিক্রম করার পর হঠাৎ ছাদ থেকে বেশ জোরে শব্দ শুনতে পাই। পরে চৌধুরী হাট এলাকায় ট্রেন থামলে বেশ কয়েকজনকে আহত অবস্থায় শাটলের ছাদ থেকে নামাতে দেখি। আমরা তাদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. মোরশেদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘রাত সাড়ে ৮টার ট্রেনের ছাদে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৫ জনের মতো আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছে। আমরা আহতদের স্থানীয় ক্লিনিকগুলোয় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’
আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি।’