হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির শাটল ট্রেনের ছাদে গাছের ধাক্কায় আহত ১৫, ক্যাম্পাসে বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ছাদে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ফটক আটকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রেন ক্যান্টেনমেন্ট স্টেশন অতিক্রম করার কিছু পর এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শাটল ট্রেন ক্যানটেনমেন্ট স্টেশন অতিক্রম করার পর হঠাৎ ছাদ থেকে বেশ জোরে শব্দ শুনতে পাই। পরে চৌধুরী হাট এলাকায় ট্রেন থামলে বেশ কয়েকজনকে আহত অবস্থায় শাটলের ছাদ থেকে নামাতে দেখি। আমরা তাদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’

ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে শাটল ট্রেন ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদে ফটক আটকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীদের বেশ কিছু চেয়ার ও পুলিশ বক্সে ভাঙচুর চালাতে দেখা যায়। পরে শিক্ষার্থীরা উপাচার্যের বাংলোর সামনে আগুন জালিয়ে বিক্ষোভ করেন। এই প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা উপাচার্যের বাংলোর সামনে বিক্ষোভ করছিলেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. মোরশেদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘রাত সাড়ে ৮টার ট্রেনের ছাদে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৫ জনের মতো আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছে। আমরা আহতদের স্থানীয় ক্লিনিকগুলোয় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’

আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত