ব্রাহ্মণবাড়িয়ার সদরে সড়ক দুর্ঘটনায় আখাউড়া উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদুল আলম রিফাত (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার বিকেলের দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু।
রিফাত উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা মো. শাহআলম মোল্লার ছেলে।
জানা যায়, এর আগে গত ৬ অক্টোবর (বৃহস্পতিবার) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে স্পিড ব্রেকারে মোটরসাইকেলের গতিনিয়ন্ত্রণ করতে না পেরে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রিফাতকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলের তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু বলেন, নিহত রিফাত আখাউড়া পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। তাঁর মৃত্যুতে আখাউড়া উপজেলা ছাত্রলীগ শোকাহত।
আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, ‘ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় ঘটেছে। তবে এ বিষয়ে আমাদের থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’