হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরকে হেফাজতে নিয়ে হত্যার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কৃষক ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. মিজানুর রহমান জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালতে এ আবেদন করেন। তবে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কী না, সে বিষয়ে আদালত এখনোও কোনো আদেশ দেননি।

যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাঁরা হলেন, চট্টগ্রামের তৎকালীন পুলিশ সুপার (বর্তমানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার) নুরে আলম মিনা, রাউজান থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ ও উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাবেদ।

২০১৭ সালের ৩০ মার্চ সকালে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া খেলারঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে হাত-পা নাইলনের দড়ি দিয়ে বাঁধা অবস্থায় নুরুল আলম নুরুর মরদেহ পাওয়া যায়। তাঁর মাথায় দুটি গুলির চিহ্ন ছিল। এ ঘটনার পাঁচ বছর পর আজ আদালতে মামলার আবেদন করা হয়।

মামলার আবেদনে বলা হয়, ২০১৭ সালের ২৯ মার্চ রাত পৌনে ১২টার দিকে এসআই শেখ মো. জাবেদের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকার বাসা থেকে নুরুল আলম নুরুকে আটক করে নিয়ে যান। চন্দনপুরার বাসা এর পর রাউজানের নোয়াপাড়া কলেজ ক্যাম্পাসে নিয়ে গিয়ে রাত তিনটা পর্যন্ত তাঁকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে গুলি করে হত্যা করে তাঁর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মো. মিজানুর রহমানের আইনজীবী মো. হাসান আলী চৌধুরী বলেন, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কী না, সে বিষয়ে আদালত এখনোও কোনো আদেশ দেননি। আবেদনটি আদেশের জন্য প্রক্রিয়াধীন আছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত