হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে শহরের অদূরে মেরিন ড্রাইভ-সংলগ্ন এলাকায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ছড়া দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তির নাম মনির আলম (৫০)। তিনি ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে সমীর রঞ্জন সাহা বলেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হিমছড়ি সংরক্ষিত বনে বন্য হাতির বিচরণ রয়েছে। মাঝেমধ্যে হাতি লোকালয়ে চলে আসে। আজ ভোরে বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় আতঙ্কিত লোকজন বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানায়। 

এই রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, বনকর্মীরা পৌঁছার আগেই স্থানীয় লোকজন হাতি তাড়ানোর চেষ্টা চালায়। এ সময় দলছুট বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বনরক্ষীরা স্থানীয়দের সহায়তায় হাতিটিকে গহিন বনে ফিরিয়ে দিতে সক্ষম হন। মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু