হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে শহরের অদূরে মেরিন ড্রাইভ-সংলগ্ন এলাকায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ছড়া দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তির নাম মনির আলম (৫০)। তিনি ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে সমীর রঞ্জন সাহা বলেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হিমছড়ি সংরক্ষিত বনে বন্য হাতির বিচরণ রয়েছে। মাঝেমধ্যে হাতি লোকালয়ে চলে আসে। আজ ভোরে বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় আতঙ্কিত লোকজন বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানায়। 

এই রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, বনকর্মীরা পৌঁছার আগেই স্থানীয় লোকজন হাতি তাড়ানোর চেষ্টা চালায়। এ সময় দলছুট বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বনরক্ষীরা স্থানীয়দের সহায়তায় হাতিটিকে গহিন বনে ফিরিয়ে দিতে সক্ষম হন। মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা।

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি