হোম > সারা দেশ > চাঁদপুর

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ১৬ জন গ্রেপ্তার, ৮ ড্রেজার জব্দ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটটি ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় ড্রেজার পরিচালনার কাজে থাকা ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খানের নেতৃত্বে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামাল হোসেন (৩৯), মো. রাসেল গাজী (২২), আজিজুল হাওলাদার (৩০), ইকবাল হাওলাদার (২০), সাইফুল ইসলাম (২৮), আল-আমিন (৪২), মো. মোতালেব (২৫), মো. মামুন (৩৮), তোফাজ্জল (৪৭), জাহিদুল ইসলাম (২৮), আবদুল হান্নান (৪৮), আমির হোসেন (৪২), ইসমাইল (৩০), সাইফুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৪০) ও নাজমুল (৩৫)।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইমরান খান বলেন, জেলা প্রশাসকের নির্দেশক্রমে আমরা নৌ-পুলিশসহ বেলা ১১টা থেকে অবৈধভাবে ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছিল তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। অভিযানে আটটি ড্রেজার বালু উত্তোলনের সময় হাতেনাতে জব্দ এবং ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, ড্রেজার থেকে গ্রেপ্তার ১৬ জনের বিরুদ্ধে থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা হয়েছে। জব্দ করা ড্রেজার চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে।

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ