হোম > সারা দেশ > চাঁদপুর

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ১৬ জন গ্রেপ্তার, ৮ ড্রেজার জব্দ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটটি ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় ড্রেজার পরিচালনার কাজে থাকা ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খানের নেতৃত্বে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামাল হোসেন (৩৯), মো. রাসেল গাজী (২২), আজিজুল হাওলাদার (৩০), ইকবাল হাওলাদার (২০), সাইফুল ইসলাম (২৮), আল-আমিন (৪২), মো. মোতালেব (২৫), মো. মামুন (৩৮), তোফাজ্জল (৪৭), জাহিদুল ইসলাম (২৮), আবদুল হান্নান (৪৮), আমির হোসেন (৪২), ইসমাইল (৩০), সাইফুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৪০) ও নাজমুল (৩৫)।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইমরান খান বলেন, জেলা প্রশাসকের নির্দেশক্রমে আমরা নৌ-পুলিশসহ বেলা ১১টা থেকে অবৈধভাবে ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছিল তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। অভিযানে আটটি ড্রেজার বালু উত্তোলনের সময় হাতেনাতে জব্দ এবং ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, ড্রেজার থেকে গ্রেপ্তার ১৬ জনের বিরুদ্ধে থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা হয়েছে। জব্দ করা ড্রেজার চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে।

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে ৩৫টি সোনার বার ছিনতাই

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ