হোম > সারা দেশ > চট্টগ্রাম

দ্বিতীয়বারের মতো বন্ধ করা হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই হ্রদের জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬ জলকপাট দ্বিতীয়বারের মতো বন্ধ করা হলো। হ্রদের পানি কিছুটা কমে আসায় আজ সোমবার সকাল ৮টায় জলকপাটগুলো বন্ধ করা হয়। এ সময় কাপ্তাই লেকের পানির লেভেল ছিল ১০৮ দশমিক ৩৯ ফুট মিন সি লেভেল। লেকের পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল। সকাল ১০টায় কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে হ্রদের পানি বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় গত শনিবার সন্ধ্যা ৬টায় স্পিল ওয়ের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হয়। এদিকে জলকপাট বন্ধ করা হলেও বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে গড়ে প্রতিদিন ২১০ থেকে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বলে জানায় পিডিবি কর্তৃপক্ষ। এই পাঁচ ইউনিট দিয়েও প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে গিয়ে আছড়ে পড়ছে। 

উল্লেখ্য, গত আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অতিবর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বিপৎসীমা অতিক্রম করে। ২৫ আগস্ট সকাল ৮টায় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের স্পিল ওয়ের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। পরে টানা ১৫ দিন পানি ছাড়ার পর লেকের পানি ১০৮ ফুট মিন সি লেভেলের নিচে চলে আসায়, অর্থাৎ বিপৎসীমার নিচে চলে আসায় গত ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। 

গত ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবারও ভারী বৃষ্টিপাত হওয়ায় লেকের পানি বেড়ে যায়। গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ফের দ্বিতীয়বারের মতো ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল।

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি