হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মারামারিতে পান বিক্রেতা নিহতের ঘটনায় হোটেল মালিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে দুই পক্ষের মধ্যে মারামারি পর পান বিক্রেতার মৃত্যুর ঘটনায় হোটেল মালিককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার হোটেল মালিক এনামুল হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র মো. নুরুল আবছার এ তথ্য জানিয়েছেন। 

এর আগে গত ৮ জুন দিবাগত রাতে পতেঙ্গা থানাধীন সি-বিচ এলাকায় একটি ভাত হোটেলের মালিক এনামুল হোসেন ও তাঁর কর্মচারীর সাথে মারামারির পর আলমগীর হোসেন (৫০) নামে এক পান বিক্রেতার মৃত্যু হয়। নিহতের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায়। তিনি ঘুরে ঘুরে এলাকায় পান বিক্রি করতেন। 

ওই ঘটনায় নিহত আলমগীরের ভাই মো. সেকান্দার বাদী হয়ে পতেঙ্গা থানায় দুজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 

পতেঙ্গা থানা পুলিশ জানায়, তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে আলমগীরের সাথে এনামুলের হাতাহাতি হয়েছিল। সেখানে যোগ দেন হোটেল কর্মচারী জহির। এরপর দুজনে মিলে আলমগীরকে মারধর করেন। এক পর্যায়ে বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন আলমগীর। রাত ৯টার দিকে প্রতিবেশী একজন বাসায় গিয়ে দেখেন আলমগীরের সাড়াশব্দ নেই। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা