চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার নুর নগর হাউজিং সোসাইটির মাঠে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার সময় পুলিশ দুজনকে আটক করেছে।
আজ সোমবার (২৩ জুন) বিকেলে চান্দগাঁও ও কর্ণফুলী থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
চান্দগাঁও থানা-পুলিশ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
নিষিদ্ধঘোষিত দলটির ব্যানারে নগরের বিভিন্ন স্থানে ওই দুজনের বিরুদ্ধে মিছিল করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন হানিফ (৩২) ও সাজ্জাদ হোসেন (৩০)। হানিফ চট্টগ্রামের লোহাগাড়া থানার মাতাব্বরপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম হাফিজ আহমদ। অন্যজন সাজ্জাদ হোসেন বোয়ালখালীর চরনদ্বীপের বাসিন্দা।
পুলিশ জানায়, দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।