চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারের মধ্যে ৭ লাখ ৬৫ হাজার টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদের কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।
আনোয়ারা উপজেলা প্রশাসন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের যৌথ আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহমদ, বাঁশখালীর জলদির রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান, বন্যপ্রাণী রক্ষক নেজামুল ইসলাম ও মো. ফোরকান মিয়া।
বাঁশখালীর জলদির রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, বন বিভাগের উদ্যোগে বন্য হাতির আক্রমণে আনোয়ারার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারের মধ্যে ৭ লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।