হোম > সারা দেশ > চট্টগ্রাম

এসএসসি পাসেই ১৬ বছর ধরে চক্ষু বিশেষজ্ঞ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

এমবিবিএস ডিগ্রি নেই। পাস করেছেন এসএসসি। তবু ডাক্তার ও সার্জন পদবি ব্যবহার করে দীর্ঘ ১৬ বছর দিচ্ছেন চক্ষু চিকিৎসা। আজ শনিবার সকালে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সঙ্গে এমন প্রতারণা করায় ভুয়া চক্ষু বিশেষজ্ঞ সঞ্জয় কুমার নাথকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী। 

গ্রেপ্তার ভুয়া চক্ষু চিকিৎসক সঞ্জয় কুমার নাথ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের জহরলাল নাথের ছেলে। তিনি নগরীর চান্দগাঁও বহদ্দারহাট হামজু মিয়া ম্যানসনে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। 

এ বিষয়ে কোম্পানি কমান্ডার মেজর মেহেদী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক ব্যক্তি ১৬ বছর ধরে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। ওই ব্যক্তি চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বদ্দারহাট মোড়ের পুলিশ বক্সের পেছনে হক ম্যানসনের নিচতলায় মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খুলেছেন। সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে র‍্যাবের একটি দল তাঁকে উক্ত চেম্বার থেকে গ্রেপ্তার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিজেকে ভুয়া ডাক্তার বলে স্বীকার করেছেন। পরে গ্রেপ্তার ওই চিকিৎসকের চেম্বারে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ডাক্তারি সরঞ্জামাদি জব্দ করা হয়।’ 

কোম্পানি কমান্ডার আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওই ভুয়া চিকিৎসককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী