হোম > সারা দেশ > কক্সবাজার

মাছের ঘেরের পাশে ২ জেলের লাশ, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ধারণা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল আশ্রয়ণ প্রকল্প এলাকায় দুই জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার খুরুশকূল ইউনিয়নের মনুপাড়ায় একটি মৎস্য ঘেরের পাশ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন কক্সবাজার সদরের খুরুশকূল ইউনিয়নের মনুপাড়ার বাসিন্দা জামাল হোসেনের ছেলে আব্দুল খালেক (২৫) এবং একই এলাকার আবু তাহেরের ছেলে মো. ইয়াছিন আরাফাত (২৪)। তাঁরা দুজনই পেশায় জেলে। 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে রাকিবুজ্জামান বলেন, সদরের খুরুশকূল ইউনিয়নের মনুপাড়ায় শামশুল হুদার মৎস্যঘেরের পাশে দুই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৎস্যঘেরের বাঁধের ওপর উপুর অবস্থায় দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। 

ওসি বলেন, নিহতদের শরীরে বৈদ্যুতিক শকের পোড়া ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। 

খুরুশকূল ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান ছিদ্দিকী বলেন, ‘কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও নিহতদের শরীরে বৈদ্যুতিক শকের চিহ্ন রয়েছে।’ 

নিহত ইয়াছিনের বাবা আবু তাহের বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাঁর ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। শুক্রবার সকালে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর মৎস্যঘেরের পাশে তাঁর মৃতদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। 

আবু তাহের বলেন, তাঁর ছেলে পেশায় জেলে। কারও সঙ্গে পূর্বশত্রুতা ছিল না। কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, তা বলা যাচ্ছে না। 

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মে. রাকিবুজ্জামান।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের