হোম > সারা দেশ > চাঁদপুর

পিকনিকে গিয়ে মেঘনা নদীতে ডুবে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

পিকনিকে গিয়ে মেঘনা নদীতে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন লিমিটেডে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত টুটুল হাসান নয়ন (১৭) ডেমরার নাভারন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। সে কুমিল্লা জেলার হোমনা উপজেলার গুলপুরের আবদুল মান্নান ও রিনা বেগমের একমাত্র সন্তান। বর্তমানে সে যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় ভাড়া থাকত।   

জানা যায়, বৃহস্পতিবার নাভারন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ১৩৫ জন শিক্ষার্থী নিয়ে মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটনকেন্দ্র লিমিটেডে পিকনিক করার উদ্দেশ্যে আসে। আনুমানিক দেড়টার দিকে নয়নসহ আরও কয়েকজন ছাত্র মেঘনা নদীতে সাঁতার কাটতে নামে। পরে সবাই তীরে উঠতে পারলেও নয়ন আর উঠতে পারেনি। বন্ধুরা তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে নিকটবর্তী মোহনপুর নৌ ফাঁড়ির সহযোগিতা নেয়। পরে বেলা ৩টার সময় চাঁদপুরের ডুবুরি দলকে খবর দিলে তারা সন্ধ্যায় এসে নয়নের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ,  সহপাঠী ও শিক্ষকেরা নয়নকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ হাসিবুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন। পরে নয়নের মা রিনা বেগম এসে তার মরদেহ নিয়ে যান। 

নিহত নয়নের সহপাঠী শাহরিয়ার নাজিম মুন্না বলে, ‘সে আমার প্রিয় বন্ধু ছিল।  তার এভাবে মৃত্যুবরণ হবে তা মানতে বড় কষ্ট হচ্ছে।’ 

নাভারন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আজিজুল হক বলেন, ‘আসলে আমরা এসেছিলাম আনন্দ করার জন্য, কিন্তু এ ঘটনায় আমরা খুবই মর্মাহত।’ 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল