হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রবেশে কঠোর তল্লাশি, ভিড় বাড়ছে পলোগ্রাউন্ড মাঠে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে প্রবেশ করানো হচ্ছে কঠোর তল্লাশিতে। মূল সভাস্থলের আগে আটটি তল্লাশি চৌকি বসানো হয়েছে। ব্যাগ, ইলেকট্রনিকস জিনিসপত্র বিশেষভাবে তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুপুরের দিকে সভা শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে পূর্ণ হতে শুরু করেছে পলোগ্রাউন্ড মাঠ।

আজ রোববার সকাল ৮টা থেকে সভাস্থলে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। সকাল ১০টা পর্যন্ত সভাস্থলের বাইরে মানুষের ভিড় বাড়তে থাকে। পলোগ্রাউন্ড মাঠ এরই মধ্যে পূর্ণ হতে শুরু করেছে। তবে মূল সভা শুরু হবে দুপুরের পর। ৩টার মধ্যে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় সব মন্ত্রী-এমপি সভায় উপস্থিত থাকবেন। সকালে পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরীকে নেতা-কর্মীদের নিয়ে ঢুকতে দেখা গেছে।

সাধারণ মানুষের মধ্যেও বিভিন্ন উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কেউ মাথায় নৌকা সংবলিত টুপি, কেউ বঙ্গবন্ধুর বিভিন্ন বাণী বুকে এঁকে সমাবেশে এসেছেন। মোহাম্মদ আলী এমন একজন। তিনি ঢাকা থেকে এসেছেন। তিনি প্রধানমন্ত্রীর সব অনুষ্ঠানে উপস্থিত থাকেন। মাথায় যে টুপি পরেছেন, সেটি নৌকার আদলে তৈরি করা। হাতে ব্যানার যেটি রেখেছেন, সেখানে লেখা শেখ হাসিনার একটি বক্তব্য। ‘আমি চাই বাংলার মানুষের মুক্তি, শোষণের মুক্তি, যদি বাংলার মানুষের মুক্তি না আসে, তাহলে মৃত্যই আমার শ্রেয়।

নয়ন ভান্ডারির বাড়ি চট্টগ্রামে। বুকে রেখেছেন বঙ্গবন্ধুর ছবি। হাতে লম্বা বিশাল প্লাকার্ড। তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সবিস্তার।

জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফের সদস্যরা আগে থেকে জনসভাস্থলসহ সম্ভাব্য সব স্থানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু