হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে আক্রান্ত ৩৩ জন হাসপাতালে

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৩৩ জন সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। অন্যরা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন। 

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর শহরসহ জেলার ৫টি উপজেলায় কুকুরের উপদ্রব বেড়েই চলছে। গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে অনেকেই আক্রান্ত হন। শুধুমাত্র আজ শনিবারে অর্ধশতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছে। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করেন স্থানীয়রা। 

আহত রোগীদের মধ্যে ভ্যাকসিন নিয়েছেন মো. মুয়াজ হোসেন (১৬), আবির হোসেন (আড়াই বছর), আব্দুর রহিম (৫৫), রহিমা খাতুন (৩০), রিনা আক্তার (২৯), শামছুন নাহার (৪৫), মিতু (২৩), ফরহাদ হোসেন (৮), হোসনেয়ারা বেগম (৩৫), রিহান মাহমুদ (৬) ও সাব্বির আহমেদসহ অনেকে। 

সদর উপজেলার চররুহিতার বাসিন্দা আক্রান্ত হোসনেয়ারা বেগম বলেন, ‘মোবাইল ফোনে বিদেশে স্বামীর সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ করে একটি কুকুর এসে আমার গালে কামড় দেয়।’

ভ্যাকসিন প্রদানকারী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুর রব আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে ভ্যাকসিন দিচ্ছি। অনেক রোগী এসেছে। এখনো হিসেব করতে পারিনি।’ 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অনেকে। বেশিরভাগ আক্রান্ত ব্যক্তির হাত-পিঠ ও গালসহ শরীরের বিভিন্ন অংশে কুকুর বিড়ালের কামড়ের দাগ রয়েছে।’ 

এর আগেও প্রতিদিনই কোনো না কোনো স্থান থেকে একাধিক মানুষ কুকুরে কামড়ে আক্রান্ত হয়ে সদর হাসপাতাল চিকিৎসা নেন। আবার অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে বলে জানিয়েছেন।

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী