রাঙামাটির বাঘাইছড়িতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ১৩ জন।
গতকাল সোমবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার সাজেক-সিজুগছড়া-উদয়পুর সীমান্ত সড়কের দাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
হতাহতরা সবাই সীমান্ত সড়কের নির্মাণকাজের শ্রমিক বলে পুলিশ জানালেও তাৎক্ষণিকভাবে কারো বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা সবাই সীমান্ত সড়ক নির্মাণকাজের শ্রমিক। কাজ শেষে তাঁরা ডাম্প ট্রাকে করে ফিরছিলেন। পথে উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।'
আহতদের সেনাবাহিনী ও পুলিশের একটি দল দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে বলে জানান তিনি।