হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই লেকে পানিস্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন মাত্র ৪০ মেগাওয়াট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই জেটিঘাট সংলগ্ন কাপ্তাই লেক। বুধবার সাড়ে ১২টার দিকে তোলা ছবি। ছবি: আজকের পত্রিকা

একদিকে তীব্র গরম, অন্যদিকে বৃষ্টি না হওয়ায় কাপ্তাই লেকের পানির স্তর ক্রমে নিচে নেমে যাচ্ছে। এই পরিস্থিতিতে রাঙামাটির কাপ্তাইয়ে পানিনির্ভর কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রে পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র একটি ইউনিট দিয়ে কোনোমতে বিদ্যুৎ উৎপাদন চালু রাখা হয়েছে।

কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান আজ বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে জানান, এই কেন্দ্রের সব কটি ইউনিট একযোগে সচল থাকলে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। কিন্তু পানিস্বল্পতার কারণে বুধবার সকাল ৯টা পর্যন্ত পাঁচটি ইউনিটের মধ্যে কেবল ১ নম্বর ইউনিট দিয়ে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে।

ব্যবস্থাপক মাহমুদ হাসান আরও জানান, বর্তমানে লেকে পানির স্তর রয়েছে ৭৭ দশমিক ৬১ মিন সি লেভেল (এমএসএল)। অথচ রুল কার্ভ অনুযায়ী এই সময়টায় পানির স্তর থাকা উচিত ৭৯ দশমিক ৫৩ এমএসএল। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে সামনের দিনে বৃষ্টি হলে লেকে পানির পরিমাণ বাড়লে উৎপাদনও স্বাভাবিক হতে পারে।

এদিকে কাপ্তাই লেকে পানির স্তর কমে যাওয়ায় শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, ভোগান্তিতে পড়ছে লেকনির্ভর মানুষজনও; বিশেষ করে বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সঙ্গে নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লেকের বিভিন্ন স্থানে জেগে ওঠা চরে নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি লেকের বেশ কিছু অংশে পলি জমায় দেখা দিয়েছে নাব্যতাসংকট।

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত