হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই লেকে পানিস্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন মাত্র ৪০ মেগাওয়াট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই জেটিঘাট সংলগ্ন কাপ্তাই লেক। বুধবার সাড়ে ১২টার দিকে তোলা ছবি। ছবি: আজকের পত্রিকা

একদিকে তীব্র গরম, অন্যদিকে বৃষ্টি না হওয়ায় কাপ্তাই লেকের পানির স্তর ক্রমে নিচে নেমে যাচ্ছে। এই পরিস্থিতিতে রাঙামাটির কাপ্তাইয়ে পানিনির্ভর কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রে পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র একটি ইউনিট দিয়ে কোনোমতে বিদ্যুৎ উৎপাদন চালু রাখা হয়েছে।

কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান আজ বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে জানান, এই কেন্দ্রের সব কটি ইউনিট একযোগে সচল থাকলে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। কিন্তু পানিস্বল্পতার কারণে বুধবার সকাল ৯টা পর্যন্ত পাঁচটি ইউনিটের মধ্যে কেবল ১ নম্বর ইউনিট দিয়ে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে।

ব্যবস্থাপক মাহমুদ হাসান আরও জানান, বর্তমানে লেকে পানির স্তর রয়েছে ৭৭ দশমিক ৬১ মিন সি লেভেল (এমএসএল)। অথচ রুল কার্ভ অনুযায়ী এই সময়টায় পানির স্তর থাকা উচিত ৭৯ দশমিক ৫৩ এমএসএল। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে সামনের দিনে বৃষ্টি হলে লেকে পানির পরিমাণ বাড়লে উৎপাদনও স্বাভাবিক হতে পারে।

এদিকে কাপ্তাই লেকে পানির স্তর কমে যাওয়ায় শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, ভোগান্তিতে পড়ছে লেকনির্ভর মানুষজনও; বিশেষ করে বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সঙ্গে নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লেকের বিভিন্ন স্থানে জেগে ওঠা চরে নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি লেকের বেশ কিছু অংশে পলি জমায় দেখা দিয়েছে নাব্যতাসংকট।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা