হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই লেকে পানিস্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন মাত্র ৪০ মেগাওয়াট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই জেটিঘাট সংলগ্ন কাপ্তাই লেক। বুধবার সাড়ে ১২টার দিকে তোলা ছবি। ছবি: আজকের পত্রিকা

একদিকে তীব্র গরম, অন্যদিকে বৃষ্টি না হওয়ায় কাপ্তাই লেকের পানির স্তর ক্রমে নিচে নেমে যাচ্ছে। এই পরিস্থিতিতে রাঙামাটির কাপ্তাইয়ে পানিনির্ভর কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রে পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র একটি ইউনিট দিয়ে কোনোমতে বিদ্যুৎ উৎপাদন চালু রাখা হয়েছে।

কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান আজ বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে জানান, এই কেন্দ্রের সব কটি ইউনিট একযোগে সচল থাকলে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। কিন্তু পানিস্বল্পতার কারণে বুধবার সকাল ৯টা পর্যন্ত পাঁচটি ইউনিটের মধ্যে কেবল ১ নম্বর ইউনিট দিয়ে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে।

ব্যবস্থাপক মাহমুদ হাসান আরও জানান, বর্তমানে লেকে পানির স্তর রয়েছে ৭৭ দশমিক ৬১ মিন সি লেভেল (এমএসএল)। অথচ রুল কার্ভ অনুযায়ী এই সময়টায় পানির স্তর থাকা উচিত ৭৯ দশমিক ৫৩ এমএসএল। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে সামনের দিনে বৃষ্টি হলে লেকে পানির পরিমাণ বাড়লে উৎপাদনও স্বাভাবিক হতে পারে।

এদিকে কাপ্তাই লেকে পানির স্তর কমে যাওয়ায় শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, ভোগান্তিতে পড়ছে লেকনির্ভর মানুষজনও; বিশেষ করে বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সঙ্গে নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লেকের বিভিন্ন স্থানে জেগে ওঠা চরে নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি লেকের বেশ কিছু অংশে পলি জমায় দেখা দিয়েছে নাব্যতাসংকট।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট