হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় মনির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে লক্ষ্মীপুর-রামগতি সড়কের হাজিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন রামগতি উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে। তিনি কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ ভোরে সদরের পিয়ারাপুর কাঁচাবাজার থেকে মালামাল কিনে পিকআপে করে রামগতির দিকে যাচ্ছিলেন মনির হোসেন। পিকআপটি হাজিরহাট এলাকায় পৌঁছালে অপর পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান মনির। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের স্বজন মাওলানা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনির হোসেন কাঁচামালের ব্যবসা করতেন। আজকেও পিয়ারাপুর থেকে বিভিন্ন কাঁচাবাজারের মালামাল কিনে রামগতির দিকে যাওয়ার সময় পিকআপের ধাক্কায় মারা যান তিনি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, পিকআপের ধাক্কায় মনির হোসেন নামে এক কাঁচামালের ব্যবসায়ী নিহত হন। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত