হোম > সারা দেশ > চাঁদপুর

৭ মাথার খেজুর গাছ দেখতে স্থানীয়দের ভিড়

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

বাংলাদেশে বেশ পরিচিত একটি গাছ হলো খেজুর গাছ। সাধারণত খেজুর গাছর মাথা একটাই থাকে। কিন্তু চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দেখা গেল সাত মাথার একটি খেজুর গাছ। তার প্রত্যেকটি মাথায় আবার আলাদা পাতা গজিয়েছে। 

খেজুর গাছটি ১৪ নম্বর ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোঁয়া গ্রামের খাসের বাড়িতে অবস্থিত। গাছটির মালিক সৈয়দ আহাম্মদ। বিষয়টি নজরে আশার পর স্থানীয়রা গাছটি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন। 

সৈয়দ আহাম্মদ জানান, এই খেজুর গাছটির আনুমানিক বয়স প্রায় ১৮-২০ বছর। বেশ কয়েক বছর ধরে গাছটি থেকে রস সংগ্রহ করা হয়। হঠাৎ লক্ষ্য করা যায় গাছটির মাথায় ডাল বেরিয়েছে। পরবর্তীতে দেখা যায় খেজুর গাছের মাথায় আলাদা আলাদা ৭টি মাথা। দেখতেও খুব সুন্দর লাগছে। বিষয়টি জানার পর স্থানীয় অনেক মানুষ সেটি দেখতে আসছেন। 

আবুল হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গাছটি দেখতে অনেক দূর থেকে মানুষ আসে। এমন গাছ আমরা আর কখনো দেখিনি।’ 

তিনি আরও জানান, নিয়মিত খেজুরের সর সংগ্রহ করতেন এই গাছ থেকে। তবে গত বছরে হঠাৎ করে দুটি মাথা মারা যায়, তাই এ বছর তিনি ওই গাছ থেকে রস সংগ্রহ করছেন না। 

ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ জানান, এটি একটি বংশগত জেনেটিক সমস্যা। হরমোনজনিত কারণে এক বীজপত্রি উদ্ভিদে একাধিক শাখা-প্রশাখা হতে পারে। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির