হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে ঝড়ের তাণ্ডবে ২০ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝড়ের তাণ্ডবে ২০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বেশ কিছু গাছপালা উপড়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার বিকেলে উপজেলার লাল মিয়া পাড়া গ্রামের এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আজ সকাল থেকেই ভারী ও মাঝারি আকারে বৃষ্টিপাত শুরু হয়। বেলা ৩টার দিকে হঠাৎ করে মেরাতলী মাঠের দিক থেকে প্রচণ্ড বেগে ঝড় ধেয়ে আসে। মুহূর্তের মধ্যে এলাকার ২০ টিনশেড ঘর ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া টিনের চালা উড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে জড়িয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি ছোট–বড় গাছের ডালপালা ভেঙে বসতবাড়ির টিনের চালের ওপরে পড়েছে। 

উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল বলেন, ‘সকাল থেকেই ভারী ও মাঝারি বৃষ্টিপাত হয়। বেলা ৩টার সময় হঠাৎ মেরাতলী মাঠের দিক থেকে প্রচণ্ড বেগে ঝড় ধেয়ে আসে। এতে দোকানপাটসহ ২০ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।’ 

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে ১২টি পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও নগদ টাকা দেওয়া হবে।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির