হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ১১ কেজি সোনা চোরাচালানের দায়ে একজনকে ১২ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ১১ কেজি ১৯৭ গ্রাম সোনা চোরাচালানের মামলায় দিদারুল আলম (৪১) নামের এক ব্যক্তিকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছা আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ড পাওয়া দিদারুলের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার দেওয়ানপুর গ্রামে।

কারাদণ্ডাদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি আব্দুর রশীদ। তিনি বলেন, ‘২০১৯ সালের ৯ এপ্রিল ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নামার পর ৯৬টি সোনার বারসহ ধরা পড়েন দিদারুল। এসব স্বর্ণের ওজন ছিল ১১ কেজি ১৯৭ গ্রাম ছিল। এই ঘটনায় চট্টগ্রামের পতেঙ্গা থানায় কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা করুণাময় চাকমা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। মামলার বিচার কাজ শেষে আজ দিদারুলকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।’

মামলায় ১৮ জন সাক্ষী ছিলেন বলে জানান আব্দুর রশীদ। তিনি বলেন, ‘১৮ জনের মধ্যে আদালতে ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।’

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের