হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ১১ কেজি সোনা চোরাচালানের দায়ে একজনকে ১২ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ১১ কেজি ১৯৭ গ্রাম সোনা চোরাচালানের মামলায় দিদারুল আলম (৪১) নামের এক ব্যক্তিকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছা আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ড পাওয়া দিদারুলের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার দেওয়ানপুর গ্রামে।

কারাদণ্ডাদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি আব্দুর রশীদ। তিনি বলেন, ‘২০১৯ সালের ৯ এপ্রিল ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নামার পর ৯৬টি সোনার বারসহ ধরা পড়েন দিদারুল। এসব স্বর্ণের ওজন ছিল ১১ কেজি ১৯৭ গ্রাম ছিল। এই ঘটনায় চট্টগ্রামের পতেঙ্গা থানায় কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা করুণাময় চাকমা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। মামলার বিচার কাজ শেষে আজ দিদারুলকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।’

মামলায় ১৮ জন সাক্ষী ছিলেন বলে জানান আব্দুর রশীদ। তিনি বলেন, ‘১৮ জনের মধ্যে আদালতে ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।’

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা