ব্যাংকে রাখা গ্রাহকের ৯০ লাখ টাকা ভুয়া এফডিআর দেখিয়ে আত্মসাৎ করার ঘটনায় করা দুদকের মামলায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সাবেক কর্মকর্তা মো. ইফতেখারুল কবিরকে সাজা দিয়েছেন আদালত। রায়ে সাবেক এই ব্যাংক কর্মকর্তাকে ১২ বছর ৩ মাস সাজা এবং ১ কোটি ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছর ৩ মাস সাজার আদেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ এই রায় ঘোষণা করেন। ওই গ্রাহকের নাম ফজিলাতুন নেছা বেগম।
এ বিষয়ে দুদকের বিশেষ পিপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমরা সন্দেহাতীতভাবে আদালতের সামনে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এ কারণে আদালতের বিচারক আসামিকে উল্লিখিত সাজা ও জরিমানার আদেশ দিয়েছেন।’
মামলার এজাহার ও অভিযোগপত্র থেকে জানা গেছে, ২০১৯ সালের ৬ মার্চ ওই ব্যাংকের চট্টগ্রাম নগরীর নিজাম রোড শাখায় ৯০ লাখ টাকার এফডিআর খুলতে আসেন ফজিলাতুন নেছা বেগম। আসামি তাঁর নামে জাল এফডিআর খোলেন। এ সময় গ্রাহকের কাছ থেকে একটি অ্যাকাউন্ট পে চেকে স্বাক্ষর করিয়ে নেন তিনি। পরে ওই চেক আরেকজনের অ্যাকাউন্টে নগদায়নের মাধ্যমে টাকা আত্মসাৎ করেন।
এজাহার ও অভিযোগপত্রে উল্লেখ করা হয়, এ ঘটনায় ২০১৯ সালের ১৪ অক্টোবর দুদকের চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. হোসাইন শরীফ বাদী হয়ে মামলা করেন। মামলায় ব্যাংক কর্মকর্তা মো. ইফতেখারুল কবিরকে আসামি করা হয়। মামলা তদন্ত করে ২০২১ সালের ২২ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সাবেক উপসহকারী পরিচালক নুরুল ইসলাম।