চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের সাত দিন পর এক শিশুর (৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বাহারছড়ার রত্নপুর জলকদর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়া।
নিহত নুর উল্লাহ মাফি বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের নুরুল আনছারের ছেলে।
স্বজনেরা জানায়, গত ১১ অক্টোবর সন্ধ্যায় ইলশা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে নুর উল্লাহ্ নিখোঁজ হয়। পরে নুরু উল্লাহকে কোথাও খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে রত্নপুর জলকদর খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, আজ দুপুরে খবর পেয়ে জলকদর খাল থেকে শিশুর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।