কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ২ হেক্টর জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। আজ সোমবার কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বিটের আওতাধীন রিংভং মৌজায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন।
বন বিভাগ জানায়, রিংভং এলাকায় সংরক্ষিত বনের ভেতর ২ হেক্টর জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা চলছিল। খবর পাওয়ার পর বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সিপিজির সদস্য ও ভিলেজারদের সমন্বয়ে অভিযান চালিয়ে বনের জমি উদ্ধার করা হয়।
রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, চিহ্নিত বনদস্যু ফোরকান, করিম, সুলতান ও গিয়াসউদ্দিন সংরক্ষিত বনভূমি পরিষ্কার করে ঘর নির্মাণ করার চেষ্টা করছিলেন। খবর পেয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে ২ হেক্টর জমি দখলমুক্ত করা হয়েছে। এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।