হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

ঘন কুয়াশায় ৯ ঘণ্টা পর লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু

লক্ষ্মীপুর প্রতিনিধি

ঘন কুয়াশায় নয় ঘণ্টা বন্ধের পর লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ঘন কুয়াশা কেটে গেলে সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এদিকে ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুই পাড়ে আটকা পড়েছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।

ভোলাগামী পণ্যবাহী ট্রাকের চালক রবিউল ইসলাম বলেন, ‘দুই দিন ধরে ঘাটে আটকা পড়ে আছি। কবে যেতে পারব তাও নিশ্চিত নয়। দুই পাড়ে পারাপারের অপেক্ষায় প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা আছে। এখনো সিরিয়াল পাইনি। এই শীতে অনেক কষ্ট হচ্ছে।’

বরিশালগামী অপর যাত্রী জানান, নদীপথে অনেক কুয়াশা। ফেরি ও লঞ্চ চলছে না। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা আটকা আছি। কুয়াশা কিছুটা কেটে গেলেই ফেরি চলাচল শুরু হয়। স্ত্রী-সন্তান নিয়ে শীতে দুর্ভোগের মধ্যে ছিলাম।

এদিকে মজুচৌধূরীরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মো. কাউছার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘন কুয়াশার কারণে রাত ১টা থেকে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ঘন কুয়াশা কেটে গেলে সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ব্যবস্থাপক কাউছার বলেন, লক্ষ্মীপুর মজুচৌধুরীরহাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ এই নৌপথ দিয়ে যাতায়াত করে। এ ছাড়া নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে ঠিকমতো ফেরি চলাচল করা যাচ্ছে না। এখন কুয়াশায় আরও প্রভাব ফেলেছে। ফলে ভোগান্তি বেড়েছে।

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই