হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় ইউপি নির্বাচনে জয় পেলেন যারা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

চতুর্থ ধাপে আখাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পাঁচটি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম চৌধুরী অটোরিকশা প্রতীকে ৫ হাজার ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ধরখার ইউনিয়নে সফিকুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৬৯২ ভোট পেয়ে জয় লাভ করেছেন। এ ছাড়া মোগড়া ইউনিয়নে আব্দুল মতিন চশমা প্রতীকে ৩ হাজার ৭২৭ ভোট, আখাউড়া উত্তর ইউনিয়নে মো. শাহজাহান টেলিফোন প্রতীকে ২ হাজার ৫১০ ভোট এবং আখাউড়া দক্ষিণ ইউনিয়নে জালাল উদ্দিন আনারস প্রতীকে ৩ হাজার ৪০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

জানা যায়, উপজেলার ৫ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৪ হাজার ৪৩৮ জন। এর মধ্যে আখাউড়া উত্তর ইউনিয়নে ৯ হাজার ২২৬ জন, আখাউড়া দক্ষিণ ইউনিয়নে ৮ হাজার ৩৮৮ জন, মোগড়া ইউনিয়নে ২১ হাজার ৬১১ জন, মনিয়ন্দ ইউনিয়নে ১৯ হাজার ২০৩ জন এবং ধরখার ইউনিয়নে ২৬ হাজার ১০ জন। 

আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪৭টি কেন্দ্রের ২০৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৪টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করতে ব্যাপক জননিরাপত্তা দিয়ে মাঠে প্রশাসনের জোরদার ছিল। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের তরফ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। স্টাইকিং ফোর্সের পাশাপাশি প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ছিল। উপজেলার ৪৭টি কেন্দ্রে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। 

প্রসঙ্গত, এই উপজেলায় কোনো দলীয় মনোনয়নের কথা জানা যায়নি। এ জন্য প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু