হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বাসায় ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে বাসায় ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় মো. সোহেল (৪৯) নামের একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনিরা এই রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সোহেল চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভা এলাকার জামাল উদ্দিনের ছেলে। চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রশীদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। 

আব্দুর রশীদ বলেন, ‘ঘটনার সময় সোহেলের বিরুদ্ধে ৩০২ ও ৩৯৪ দুটি ধারায় মামলা হয়েছিল। ৩০২ ধারায় তাঁকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং একই রায়ে দণ্ডবিধির ৩৯৪ ধারায় আসামিকে ১০ বছরের কারাদণ্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’ 

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ৪ এপ্রিল নগরের কোতোয়ালি এলাকায় রোকসানা আক্তার মনি নামে এক ব্যবসায়ীর স্ত্রী খুন হন। মূলত ওই বাসা থেকে টাকাপয়সা, স্বর্ণালংকার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ওই বাসায় প্রবেশ করেছিলেন পূর্বপরিচিত সোহেল। প্রথমে বাসায় প্রবেশ করে ব্যবসায়ীর স্ত্রী থেকে কিছু টাকা দাবি করে না পাওয়ায় ক্ষিপ্ত হন তিনি। পরে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। এরপর বাসার ভেতর আগুন ধরিয়ে দেন। 

এই হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২০ সালের ৯ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এই মামলার মোট ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি