হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের তিন দিন পর খাল থেকে চীনা নাবিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিখোঁজের তিন দিন পর চট্টগ্রাম বন্দর থেকে চীনা নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহরের আনন্দবাজার খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। 

ওই নাবিকের নাম ঝাং মিন ইয়ান (৪১)। তিনি জাহাজটিতে প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে দুর্ঘটনা প্রতিরোধের মহড়ার সময় চীনা পতাকাবাহী জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন। 

জানা গেছে, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা এমভি ক্যাং হুয়ান জাহাজে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কোস্টগার্ড ও বন্দরের নৌযান দিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। পরে আজ সকালে চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহরের আনন্দবাজার খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। 

চট্টগ্রাম বন্দর থেকে পাওয়া তথ্য মতে, গত ২৬ ডিসেম্বর ওই নাবিক জাহাজটিতে যোগদান করেন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর থেকে পাথর নিয়ে গত রোববার বন্দর জলসীমায় পৌঁছায়। 

এই বিষয়ে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, জাহাজটিতে দুর্ঘটনা প্রতিরোধে মহড়ার সময় ১৬ জন নাবিক জাহাজে থাকা লাইফবোটে চড়েন। হঠাৎ করে জাহাজ থেকে লাইফবোট সাগরে পড়ে যান। এ সময় ১৫ জন নাবিককে উদ্ধার হলেও একজনকে উদ্ধার করা যায়নি। সেই নিখোঁজ নাবিক ঝাং মিন ইয়ানকে শুক্রবার সকালে উদ্ধার করা হয়। 

এ ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে বলেও জানান বন্দরের এই কর্মকর্তা।

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য