হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের তিন দিন পর খাল থেকে চীনা নাবিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিখোঁজের তিন দিন পর চট্টগ্রাম বন্দর থেকে চীনা নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহরের আনন্দবাজার খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। 

ওই নাবিকের নাম ঝাং মিন ইয়ান (৪১)। তিনি জাহাজটিতে প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে দুর্ঘটনা প্রতিরোধের মহড়ার সময় চীনা পতাকাবাহী জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন। 

জানা গেছে, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা এমভি ক্যাং হুয়ান জাহাজে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কোস্টগার্ড ও বন্দরের নৌযান দিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। পরে আজ সকালে চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহরের আনন্দবাজার খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। 

চট্টগ্রাম বন্দর থেকে পাওয়া তথ্য মতে, গত ২৬ ডিসেম্বর ওই নাবিক জাহাজটিতে যোগদান করেন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর থেকে পাথর নিয়ে গত রোববার বন্দর জলসীমায় পৌঁছায়। 

এই বিষয়ে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, জাহাজটিতে দুর্ঘটনা প্রতিরোধে মহড়ার সময় ১৬ জন নাবিক জাহাজে থাকা লাইফবোটে চড়েন। হঠাৎ করে জাহাজ থেকে লাইফবোট সাগরে পড়ে যান। এ সময় ১৫ জন নাবিককে উদ্ধার হলেও একজনকে উদ্ধার করা যায়নি। সেই নিখোঁজ নাবিক ঝাং মিন ইয়ানকে শুক্রবার সকালে উদ্ধার করা হয়। 

এ ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে বলেও জানান বন্দরের এই কর্মকর্তা।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির