হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের তিন দিন পর খাল থেকে চীনা নাবিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিখোঁজের তিন দিন পর চট্টগ্রাম বন্দর থেকে চীনা নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহরের আনন্দবাজার খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। 

ওই নাবিকের নাম ঝাং মিন ইয়ান (৪১)। তিনি জাহাজটিতে প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে দুর্ঘটনা প্রতিরোধের মহড়ার সময় চীনা পতাকাবাহী জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন। 

জানা গেছে, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা এমভি ক্যাং হুয়ান জাহাজে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কোস্টগার্ড ও বন্দরের নৌযান দিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। পরে আজ সকালে চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহরের আনন্দবাজার খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। 

চট্টগ্রাম বন্দর থেকে পাওয়া তথ্য মতে, গত ২৬ ডিসেম্বর ওই নাবিক জাহাজটিতে যোগদান করেন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর থেকে পাথর নিয়ে গত রোববার বন্দর জলসীমায় পৌঁছায়। 

এই বিষয়ে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, জাহাজটিতে দুর্ঘটনা প্রতিরোধে মহড়ার সময় ১৬ জন নাবিক জাহাজে থাকা লাইফবোটে চড়েন। হঠাৎ করে জাহাজ থেকে লাইফবোট সাগরে পড়ে যান। এ সময় ১৫ জন নাবিককে উদ্ধার হলেও একজনকে উদ্ধার করা যায়নি। সেই নিখোঁজ নাবিক ঝাং মিন ইয়ানকে শুক্রবার সকালে উদ্ধার করা হয়। 

এ ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে বলেও জানান বন্দরের এই কর্মকর্তা।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত