চট্টগ্রামের আনোয়ারায় ওষুধ পরিবহনের পিকআপ গাড়ির চাপায় দিপংকর কুমার নাথ (১১) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের পুরাতন কালাবিবির দীঘির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি পটিয়া উপজেলার মালিয়াপাড়া গ্রামের সুমন নাথের ছেলে। সে চাতরী গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল। খালাতো ভাইয়ের সঙ্গে কালাবিবির দীঘির পুরাতন মোড় এলাকায় ঘুরতে গেলে দুর্ঘটনার শিকার হয় সে।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক উপমা বলেন, বেলা ১১টার সময় সড়ক দুর্ঘটনায় জখম এক শিশুকে হাসপাতালে আনা হয়। কিন্তু আসার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি, সকাল ১০টায় পিএবি সড়কের পুরাতন কালাবিবি মোড়ে সড়ক পার হওয়ার সময় ওই শিশু দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গাড়িসহ চালককে আটক করেছে। আটক গাড়িটি (স্কয়ার) ওষুধ কোম্পানির।