হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেবা দিতে ফ্রন্ট ডেস্কে সহকারী কমিশনার

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে সাধারণ মানুষকে সেবা দিতে নিজ কার্যালয়ের ফ্রন্ট ডেস্কে অবস্থান নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার। আজ মঙ্গলবার সকাল থেকে তিনি উপজেলা ভূমি অফিসের নিচতলায় একটি ডেস্কে বসে আগত সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতারের অফিস কক্ষ দ্বিতীয় তলায়। তবে সেবাপ্রার্থীরা ভূমি বিষয়ে তাঁর কক্ষে খুব একটা যেতে চান না। এ কারণেই তিনি এ কার্যক্রম শুরু করেছেন বলে জানা গেছে। 

সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার বলেন, ‘সেবাপ্রার্থীরা আমার কক্ষে খুব একটা যেতে চান না। তাই তাঁদের সেবা নিশ্চিত করতেই নিজ কক্ষ ছেড়ে নিচতলার ফ্রন্ট ডেস্কে এসেছি। সাধারণ মানুষের কথা শুনছি। তাঁদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য ব্যবস্থা নিচ্ছি।’

এ কার্যক্রমে খুশি সেবাগ্রহীতারা। সেবাপ্রার্থী মো. হারুন জানান, গতকাল সোমবার থেকে সহকারী কমিশনার ভূমি সংক্রান্ত বিষয়ে সরাসরি কথা বলছেন। এতে অনেক বিষয় সহজে সমাধান হয়ে যাচ্ছে। ফলে ভূমি নামজারি, দাখিলা কাটাসহ যাবতীয় কার্যক্রমে হয়রানি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ