হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্বৃত্তের আগুনে পুড়ল আ.লীগ নেতার ধান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১০ নম্বর চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সালাম সওদাগরের ৮০ শতক জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।  গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ইউনিয়নের হাবিবের গোট্টা এলাকার গুমাই বিলসংলগ্ন সড়কের পাশে স্তূপাকারে ধানের তোড়াগুলো রাখা ছিল। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন আবদুস সালাম। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

অভিযোগে জানা যায়, আবদুস সালাম গুমাই বিলে তাঁর নিজের জমিতে চাষ করা প্রায় ৮০ শতক জমির ধান কেটে মাড়াইয়ের জন্য হাবিবের গোট্টা এলাকায় সড়কের পাশে রেখেছিলেন। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ওই ধানের গাদায় দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। সেই আগুন আজ বুধবার সকাল পর্যন্ত জ্বলছিল। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ধান পুড়ে গেছে। 

আবদুস সালাম সওদাগর আজকের পত্রিকাকে বলেন, 'আমাদের সঙ্গে পারিবারিক জায়গায় একটি দেয়াল নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলে আসছে। তাঁরাই এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করছি। এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমার ধানের ক্ষতিপূরণ দাবি করছি।' 

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা