হোম > সারা দেশ > চট্টগ্রাম

কিশোর গ্যাংয়ের হামলায় চিকিৎসক নিহত: কারাগারে ৩ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছেলেকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় চিকিৎসক নিহতের ঘটনায় অভিযুক্ত তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ৯ এপ্রিল (শনিবার) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। 

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী। তিনি বলেন, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ৬ এপ্রিল একটি মামলা হয়। সেই মামলায় ৮ এপ্রিল তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ৯ এপ্রিল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

কারাগারে যাওয়া তিনজন হলেন মো. সাফায়েত, মো. সাগর ও সংগ্রাম। 

৫ এপ্রিল (শুক্রবার) চিকিৎসক কোরবান আলীর ছেলে একজনকে বাঁচাতে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছিলেন। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ছেলের ওপর হামলা করে সেই গ্যাং সদস্যরা। আর ছেলেকে হামলাকারীদের থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন চিকিৎসক কোরবান আলী।

এ ঘটনায় তাঁর ছেলে আলী রেজা বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক এক নেতাসহ আটজনের বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা করেন। পুলিশ এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে।

আলী রেজা সাংবাদিকদের জানান, গত শুক্রবার বিকেলে আকবর শাহ থানা এলাকার পশ্চিম ফিরোজ শাহ হাউজিং এলাকার জে লাইন দিয়ে যাচ্ছিলেন তিনি। এই সময় দুজন স্কুলছাত্রকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করছিল। তার কাছে এসে সেই দুজন সাহায্য চায়। সঙ্গে সঙ্গে তিনি ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়। 

ওই দিন সন্ধ্যায় ইফতারি কিনতে বাসা থেকে বের হন আলী রেজা। তখন তাঁকে একা পেয়ে মারধর করতে থাকেন কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাঁকে মারছে খবর পেয়ে সেখানে ছুটে আসেন বাবা। একপর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা ইট দিয়ে তাঁর বাবার মাথায় গুরুতর আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রথমে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ১০ এপ্রিল তাঁর মৃত্যু হয়। 

আকবর শাহ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, কিশোর গ্যাংয়ের সবাই ছাত্রলীগ নেতা গোলাম রসুল নিশানের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। নিশান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা