হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বন্দর কর্মচারীসহ নিহত দুই

প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ইনকনটেইনার ডিপো ও বন্দর থানার ইসহাক ডিপোর সামনে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বন্দর কর্মচারীসহ দুজন মারা গেছেন। গতকাল সোমবার রাত ১০টায় ও মঙ্গলবার সকাল ৮টায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন বন্দর কর্মচারী স্বপন কান্তি দাশ (৫৫) ও হিউম্যান হলার চালক মো. জোবায়ের (১৯)। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূরুল আলম আশেক জানান, মঙ্গলবার সকাল ৮টায় সাইকেলে করে বন্দরে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন স্বপন কান্তি দাশ। এ সময় বেসরকারি কন্টেইনার ডিপো ইসহাক ব্রাদার্সের সামনে অজ্ঞাত একটি ট্রাক তাঁকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে সকাল ৯টায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করেছে নিহতের পরিবার।

এ দিকে পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, সোমবার রাত ১০টার দিকে ইনকনটেইনার ডিপোর সামনে বেপরোয়া গতির একটি টেইলর বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলারকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হিউম্যান হলার চালক মো. জোবায়ের (১৯) মারা যান। টেইলর চালকের বেপরোয়া গতি সঙ্গে হেডলাইট না জ্বালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 

তিনি জানান, এ ঘটনায় টেইলরটি জব্দ করে এর হেলপার মো. আলাউদ্দিনকে (২৬) গ্রেপ্তার করা হলেও চালক মো. ইব্রাহিম (৩০) পালিয়ে যান। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছে।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত