হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরের আ.লীগ নেতা জসিম ঢাকা থেকে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

হত্যা মামলায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা জসিম উদ্দিনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এই তথ্য জানান।

গ্রেপ্তার জসিম উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান।

মামলার বিবরণে জানা গেছে, গত বছর ৪ আগস্ট নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তিনি কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

এই ঘটনায় ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে হিমেল সরকার। মামলায় মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। ওই মামলার নামীয় আসামি হিসেবে গতকাল (৮ জানুয়ারি) রাতে রাজধানী থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে র‍্যাব ও পুলিশের একটি আভিযানিক দল।

ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে ঢাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকা থেকে এনে আদালতে সোপর্দ করা হবে।’ এই মামলায় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার