হোম > সারা দেশ > চট্টগ্রাম

শেখেরখীল ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ আটক ১

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালীতে মাদক কারবারির কাজে বাধা দেওয়ায় শেখেরখীল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিনকে উদ্দেশ করে গুলি ছোড়েন সন্ত্রাসীরা। আজ বুধবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্র ও গুলিসহ নুর কাদের নামে একজনকে আটক করে থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটককৃত নুরুল কাদের শেখেরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক আহমেদ ছেলে।

স্থানীয় চেয়ারম্যানের ভাতিজা মোহাম্মদ ইকবাল জানান, চেয়ারম্যান রাস্তার কাজ পরিদর্শনে গেলে আগে থেকে উৎপেতে থাকা মাদক কারবারিরা বহদ্দারহাট এলাকায় চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলির আওয়াজ পেয়ে এলাকাবাসীরা এগিয়ে আসলে অস্ত্র ও গুলিসহ নুর কাদেরকে আটক করে এবং বাঁশখালী থানা-পুলিশে সোপর্দ করেন স্থানীয় চেয়ারম্যান। 
 
এ বিষয়ে শেখেরখীল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন বলেন, ৩ নম্বর ওয়ার্ডের বোচারপাড়া এলাকার বদিউল আলমের ছেলে আব্দুর রশিদ প্রকাশ রইস্যা মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এ কাজে তাঁর একটা বিশাল সিন্ডিকেট রয়েছে। আমি তাঁদের কাজে বাধা দিলে তাঁরা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আজ বিকেলে চলমান রাস্তার কাজ পরিদর্শনে গেলে রইস্যার সহযোগী নুরুল কাদের আমাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে এলাকাবাসীর সহযোগিতায় অস্ত্রসহ তাঁকে ধরে বাঁশখালী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। 
 
বাঁশখালী থানা-পুলিশের এসআই দীপক কুমার সিংহ বলেন, ঘটনাস্থল থেকে এলাকাবাসী ও স্থানীয় চেয়ারম্যান নুরুল কাদের নামে একজনকে আটক করেছেন। এ সময় একটি দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন, চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিনকে গুলি করার অপরাধে নুরুল কাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নুরুল কাদেরের বাম হাতে প্লাস্টার করা আছে। এ বিষয়ে তদন্ত করে প্রকৃত তথ্য উদ্‌ঘাটন করা হবে বলেও জানান তিনি।  

 

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি