হোম > সারা দেশ > কক্সবাজার

কুতুবদিয়ায় নির্বাচনী সহিংসতায় অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড়ঘোপ পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতায় একজন নিহতের ঘটনায় অজ্ঞাতনামা ১০০ / ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

গত মঙ্গলবার সন্ধ্যায় প্রিসাইডিং অফিসার ডা. সাহাব উদ্দিন বাদী হয়ে কুতুবদিয়া থানায় মামলাটি দায়ের করেন। 

এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড়ঘোপ ইউনিয়নে পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ১০০ / ১৫০ জন লোক প্রবেশ করে ব্যালট ও ব্যালট বাক্স ছিনতাইর চেষ্টা করে ব্যালট পেপারে সিল মারতে থাকেন। প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিংসহ দায়িত্ব প্রাপ্ত পুলিশ সদস্যরা বাঁধা দিলে তাঁদের ওপর হামলা করে এবং প্রিসাইডিং অফিসারকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেন। 

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রিসাইডিং অফিসার ডা. সাহাব উদ্দীন ইউনিয়ন রিটার্নিং কর্মকর্তার অনুমতিতে দায়িত্বরত পুলিশকে গুলি করার নির্দেশ দেন। পুলিশ সাইনা রাইফেল, এসএমসির কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুটে। পরে, তাঁরা দেখতে পান ২য় তলায় পুরুষ বুথের সামনে একজন লোক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। তাঁকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল হালিম ওই কেন্দ্রের নৌকার এজেন্ট ছিলেন। 

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর হায়দার জানান, বড়ঘোপ ইউনিয়নের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুরে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাইসহ সহিংসতায় অজ্ঞাতনামা ১০০ / ১৫০ জনকে আসামি করে প্রিসাইডিং অফিসার ডা. সাহাব উদ্দিন মামলা দায়ের করেন। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির