চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জেরটেক এলাকায় করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও দক্ষিণ জেলা যুবলীগের নেতা আবু সাদাত মোহাম্মদ সায়েম। এই বুথে বিনা মূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাবে। ব্যবহার করা মাস্কও ফেলা যাবে বুথে।
বুধবার (১৪ জুলাই) বিকালে করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, দক্ষিণ জেলা যুবলীগের নেতা শামীম চৌধুরী, জেলা ছাত্রলীগের সহসভাপতি শফিউল আলম, আখতারুজ্জামান চৌধুরী বাবু, ছাত্র পরিষদের সভাপতি এম ইয়াকুব আলী, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের নেতা ওমর জামাল।
আবু সাদাত মোহাম্মদ সায়েম জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে এবং যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ নাঈমের পক্ষে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করা হয়। এই বুথের মাধ্যমে ফ্রি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার–সেবা ২৪ ঘণ্টা চালু থাকবে। সাধারণ মানুষ বুথে নিয়মিত প্রয়োজনীয় মাস্ক নিতে পারবেন।